॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবান সদর উপজেলার সুয়ালক বাজার সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে ১৪তম মাহফিল সুয়ালক বাজার প্রাঙ্গনে রবিবার বাদে আছর হইতে শুরু হয়ে গভীর রজনী পর্যন্ত চলে।
১৪ তম ঈদে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে কোরআন ও হাদীসের আলোকে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক “হযরত মাওলানা গাজী মোহেব্বুল্লাহ সিদ্দিকী” (ঢাকা)। ধর্মীয় আলোচক, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, দেশ টিভি, দীপ্ত টিভি, একুশে টিভি, চ্যানেল-২৪ খতীব, বায়তুল আজম জামে মসজিদ, মিরপুর-১১, ঢাকা।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা পেশ করেন মুফাচ্ছিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক “মাওলানা মুহাম্মদ মুছলেহ উদ্দীন ফারুকী” খতিব-সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান সদর, বান্দরবান ও ইসলামি আলোচক-বিটিভি ওয়ার্ল্ড, চট্টগ্রাম।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন “মাওলানা কাজী আবদুল লতিফ সিকদার” ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সুয়ালক উচ্চ বিদ্যালয়। “আলহাজ্ব মাওলানা ইউসুপ হেলালী” খতিব, সুয়ালক সুলতানপুর জামে মসজিদ। “হাফেজ সাইমুন উদ্দীন রাছিব” পেশ ইমাম-সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা আব্দুল মোমেন, সুয়ালক বান্দরবান।
এসময় মাহফিলে সভাপতিত্ব করেন “আব্দুল কুদ্দুছ” সাবেক চেয়ারম্যান বান্দরবান সদর উপজেলা পরিষদ ও সভাপতি-সুয়ালক বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও মাহফিল বাস্তবায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নিবেদিত প্রাণ হয়ে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেন সুয়ালক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছবুর মেম্বার, সুয়ালক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: হান্নান সওদাগর, বান্দরবান প্রেসক্লাব সদস্য ইসলামি লেখক সাংবাদিক মুহাম্মদ আলী, মো: আব্দুল আজিজ, মো: রাজিফুল ইসলাম, মো: তৌসিফ হাসান, মো: জনি, মো: হাসান সহ সুয়ালক বাজার সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা।
মাহফিলে বিশেষ আকর্ষণ ছিল সংগীত শিল্পী আবু ছাদেক নোমান এর সুরের মোহনা সংগীত টিম চট্টগ্রাম। মহিলাদের পর্দা সহকারে বসার এবং প্রজেক্টরের মাধ্যমে দেখিবার সু-ব্যবস্থা করে ছিলেন সম্মিলিত মাহফিল পরিচালনা কমিটি।
মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ তা’লা মানব জাতির কল্যাণে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) মাধ্যমে পবিত্র কোরআন নাজিল করেছেন। বর্তমানে সারা বিশ্বে পবিত্র কোরআন নিয়ে রিসার্চ করে বিজ্ঞানীরা আজ পৃথিবী, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টির রহস্য উদঘাটন করার মাধ্যমে বিশ্বেও বিভিন্ন বিষয় উৎঘাঠন করছে। পবিত্র কোরআন মানব জাতির সর্বশ্রেষ্ট গ্রহন্থ হিসেবে আজ সারা বিশ্বের মানুষ কোরআন নিয়ে বিভিন্ন গবেষণা, রাজনীতি, রাষ্ট্র ও দেশ পরিচালনা করছে। তাই আসুন আমরা কোরআন ও হাদীসের জ্ঞান অর্জন করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পরিচালিত করি তাহলে ইহকাল-পরকাল উভয়ই জগতে শান্তি পাবো ইনশাআল্লাহ। এসময় বক্তারা আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম এখানে কোন সন্ত্রাসবাদ, জঙ্গীবাদের স্থান নেই, তাই সবাই ইসলাম এবং পবিত্র কোরআনের আলোকে জীবন যাপন করলে দেশও জাতির জন্য কল্যাণ কর হবে আগামীর দিন।