॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়িতে পৃথক যৌথ অভিযান চালিয়ে তিন ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী নেতৃত্বে ঘুমধুম ইউনিয়নে পৃথক অভিযানে তিনটি অবৈধ ইটভাটা পাহাড় কেটে মাটি স্তুপ ও জ্বালানি কাঠ ব্যবহার দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযান পরিচালনা করেন, বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো: রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সঙ্গে ছিলেন, নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নে পৃথক অভিযানে এইচ কে বি ব্রিকস, জেএসবি ব্রিকস ও বিএইচবি ব্রিকস নামে এ তিনটি ইটভাটাতে ১ লাখ টাকা করে তিন ইটভাটা ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
আর এদিকে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার, পাহাড় কেটে মাটি স্তুপ করা ও ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারায় তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোন সুযোগ নেই। এই ধরনের অভিযান চলমান থাকবে।