রোয়াংছড়িতে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সেলাই মেশিন, ছাগল ও শুকরসহ আর্থিক সহায়তা প্রদান

45

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে কম্প্যাসন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) সহযোগীতায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) বাস্তবায়নে ও পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রোয়াংছড়ি বিডি-০৫০৩ আয়োজনে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে প্রাঙ্গণে (সিএসপি) মায়েদের আইজিপি কার্যক্রমের আওতায় হস্তশিল্প, আয়বর্ধক হিসেবে ৩জন মহিলাকে সেলাই মেশিন, ৩জনকে ছাগল, ৭জনকে শুকর, শতাধিক শিশুদের জনকে ও পশু পালন এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ৩০০ থেকে ৫০০টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান, ডাল, তৈল, হরলিক্স ও ডিমসহ নানান ধরনে জাতীয় পুষ্টিকর খাবার সামগ্রী উপহার প্রদান ও আলোচনা সভা প্রকল্প অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ জানুয়ারি) সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রকল্প ম্যানেজার লাল রাম কাপ বম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি সাব-জোন ক্যাম্প কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়া। এসময় শতাধিক অভিভাবক, অফিসে কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।