ঢাকার রামপুরায় ঝুলন্ত তরুণকে গুলি করার অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খাগড়াছড়িতে গ্রেফতার

40

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জুলাই-আগষ্ট বিপ্লবে ঢাকার রামপুরায় ছাদে ঝুলন্ত তরুণ আমীর হোসেনকে (১৮) গুলি ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদর থানার পুলিশের সহযোগিতায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যার্টনি জেনারেল তানভির হাসান জোহার নেতৃত্বে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, চঞ্চল সরকার ২০২৪ সালে ৭ নভেম্বর দীঘিনালা উপ-পুলিশ পরিদর্শক(এএসআই) হিসাবে যোগদান করেন।
পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহা এর নেতৃত্বে খাগড়াছড়ি পুলিশের সহযোগিতায় একটি টিম দীঘিনালায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই আমির হোসেন (১৮) কাজ থেকে ফেরার পথে সংঘর্ষের মুখে পড়েন। আত্মরক্ষার্থে রামপুর থানার পাশের ওই নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পুলিশে ধাওয়া খেয়ে এক পর্যায় ভবনে একটি রডের সঙ্গে ঝুলে থাকেন। সেই ভবনে গিয়ে ঝুলন্ত অবস্থায় হোসেনকে অন্তত ৬ রাউন্ড করে পুলিশ। তার শরীরে ৬টি গুলি লাগে। মারা গেছে ভেবে পুলিশ চলে যায়। অন্তত ৩ ঘন্টা ঝুলে থাকার কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানার দুলারামপুর গ্রামের অটোরিকশা চালক বিল্লাল মিয়ার ছেলে আমির হোসেন। চার ভাই বোনের মধ্যে আমির তৃতীয়। পেশায় কফি শপের কর্মী আমির রাজধানীর রামপুরা থানার মেরাদিয়া এলাকায় বড় ভাই নয়ন মিয়ার সঙ্গে বসবাস করতেন।