॥ নিজস্ব প্রতিবেদক ॥
“ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে নিয়ে রাঙ্গামাটিতে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫ পালন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
পর্বত মানব উন্নয়ন ও সাহায্যকারি সংস্থার আয়োজনে দি লেপ্রোসি মিশন বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়। “আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি সংক্ষিপ্ত র্যালী ও বেলুন উড়িয়ে “”বিশ্বকুষ্ঠ দিবস-২০২৫” এর শুভ সূচনা করেন। প্রকল্পের ম্যানেজার পরশ চাকমা, মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রকপ্লের কার্যক্রম উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, আগে দেখতাম কুষ্ঠরোগে আক্রান্ত হলে তাদেরকে আলাদা ভাবে পাহাড়ে নির্জন স্থানে রাখা হতো। তখন খুব কষ্ট পেতাম, এখন সময় বদলে গেছে। কুষ্টরোগে এখন আর ভয়ের কিছু নেই। সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। দরকার শুধু মানুষের সচেতনতা। তিনি আরো বলেন, লেপ্রসি মিশন কর্তৃক সরবরাহকৃত স্বাস্থ্য সচেতনতা মূলক পুস্তিকাগুলো পড়ে এই রোগের লক্ষণ, প্রতিকার বিষয়ে বিস্তারিত জানা যাবে। সকলকে এই বইগুলো পড়ার আহবান জানান। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে “”বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫”” আয়োজন করায় পর্বত মানব উন্নয়ন ও সাহায্যকারি সংস্থা (পাড়া) লেপ্রসি মিশনকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পণ সম্পাদক আলহাজ¦ এ কে এম মকছুদ আহমেদ বলেন, কুষ্ঠরোগ কোন ভয়ের কারণ নয়। সঠিক চিকিৎসায় এই রোগ সম্পূর্ণ ভাল হয়। সকলে মিলে এই রোগ নির্মূলে কাজ করতে হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট লুতফুন্নেছা সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অপুষ্টি জনিত কারণে মূলত মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হয়। তিনি উপস্থিত মা’দের এবং সকলের উদ্দেশ্যে বলেন সবাইকে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে কুষ্ঠরোগসহ অন্যান্য রোগ থেকে মুক্ত থাকা যাবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ দেওয়ান বলেন, কুষ্ঠ একটি জীবানু বাহিত রোগ। প্রাথমিক অবস্থায় এই রোগ সনাক্ত হলে আক্রান্ত ব্যক্তি অঙ্গ বিকৃতি থেকে রক্ষা পাবে। তাই সবাইকে এই রোগ সনাক্তকরণে সহযোগিতা করতে হবে।
সভাটি সঞ্চালনা করেন, দিলীপ কুমার দাশ, মনিটরিং অফিসার, দি লেপ্রসি মিশন বাংলাদেশ।”