॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে স্হানীয় সরকার সংস্কার কমিশনের সাথে অংশী জনের সাথে একমত বিনিময় সভা সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কার কমিশনের চেয়ারম্যান ড:তোফায়েল আহমেদ। তিনি বলেন, পাহাড়ের স্থানীয় সরকার সংস্থাগুলোতে প্রথাগত ব্যবস্থা বলবৎ থাকায় এখানে বিভিন্ন সমস্যা রয়েছে। এখানে বহুমুখী উন্নয়ন সংস্থা রয়েছে। তবে উন্নয়ন কাজে সমন্বয় নেই। বহুলাংশে দুর্নীতি অনিয়ম সংগঠিত হচ্ছে। স্বচ্ছতা জবাবদিহীতা নেই। পাহাড়ি অঞ্চলের স্থানীয় সরকার প্রশাসনে একটা শৃঙ্খলা আনার জন্য আমরা কাজ করছি। এসব সমস্যা বাস্তবতার নিরিখে চিহ্নিত করে আমাদেরকে সমাধানের পথে এগোতে হবে।
তিনি আরো বলেন, এখানকার জাতিগত ও জীবন জীবিকাসহ হেডম্যান কারবারী মং সার্কেল প্রথা রয়েছে সেসব বিষয়গুলোর সমস্যা চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করেন। একই সাথে পার্বত্য জেলা পরিষদগুলো দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ার পেছনের সমস্যার উপর ও আলোকপাত করেন। সবাই কমিশনের সাতজন সদস্যবৃন্দও আলোচনা সভায় অংশ নেন।
এছাড়া মং সার্কেলের চীফ সাচিংপ্রু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান জিরু না ত্রিপুরা পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ ও সুমন চৌধুরী পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্য, সম্পাদক এইচ এম প্রফুল্ল, এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, লক্ষ্মীছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান সুপার জোতি চাকমা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। ইউপি চেয়ারম্যান রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ জেলায় কর্মরত সাংবাদিকরা সভায় অংশ নেন।