৫ বছরের অধিক সময় গুম: ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার লিখিত অভিযোগ

49

॥ ডেস্ক রিপোর্ট ॥
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগপত্র দিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা।
সোমবার (৩০ ডিসেম্বর) তিনি এই অভিযোগপত্র দাখিল করেন। গুমের সময় যে গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাধা হয়েছিলো সেটিও আজ আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, শেখ হাসিনাসহ মোট ৯ জনের বিরুদ্ধে মাইকেল চাকমা অভিযোগ দাখিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ছাড়া বাকি আটজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
এর আগে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৌখিক অভিযোগ জানিয়ে এসেছিলেন মাইকেল চাকমা। সেদিন তিনি অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়াও জেনে এসেছিলেন। ওইদিন মাইকেল চাকমা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি যে প্রতিহিংসার শিকার হয়েছি, প্রধান আসামি হিসেবে আমার গুমের জন্য শেখ হাসিনাকেই দায়ী করছি। তার সঙ্গে আরও যারা জড়িত ছিল, তাকে যারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধেও অভিযোগ দেব। লিখিত অভিযোগে বিস্তারিত দেওয়া হবে।’
মাইকেল চাকমা ২০১৯ সালের ৯ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিনি ফিরে আসেন।