কুতুকছড়িতে বোরো ধানের ব্লক প্রদর্শনী ও চারা রাইচ ট্রান্স প্লান্টারের মাধ্যমে রোপনের উদ্বোধন

37

॥ নিজস্ব প্রতিবেদক ॥
২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর চারা রাইচ ট্রান্স প্লান্টার এর মাধ্যমে রোপনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার ডুলুছড়ি ব্লকে এই চারা রাইচ ট্রান্স প্লান্টার এর মাধ্যমে রোপন উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা।
এসময় সদর উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা, খাগড়াছড়ির সহকারী কৃষি কর্মকর্তা শান্তিময় চাকমা, কৃষক প্রতিনিধি মেঘনাথ চাকমা প্রমুখ।
এর আগে রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন চাষীদের উন্নত চাষাবাদের জন্য যন্ত্র চালিত প্রদর্শনী চারা রাইচ ট্রান্স প্লান্টার মাধ্যমে চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও সদর উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভিন। এই চাষাবাদে এলাকার ৫০ জন কৃষক সুবিধা পাবে।