লংগদুতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

26

॥ লংগদু প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দীনের এর সভাপতিত্বে, এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শামসুল আলম, উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দীন, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযুদ্ধারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেই দিন পাকিস্তানি হানাদার বাহিনী দেশ স্বাধীন হবার দুই দিন আগে এদেশকে মেধা শূন্য করতে দেশের সূর্য সন্তানদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পরবর্তীতে দেশ স্বাধীন হবার পর এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়।