থানচিতে রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে জনসমাবেশ জন্য আগাম প্রস্তুতি সভা

59

॥ চহ্লামং মারমা, থানচি ॥
থানচিতে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার ও বাস্তবায়নে লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর জনসমাবেশ সফল করার লক্ষে দুর্গম তিন্দু ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে থানচিতে তিন্দু ইউনিয়নের তিন্দু গ্রুপিং পাড়া বাজার মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদে সদস্য খামলাই ম্রো।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক বলিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ক্যসাউ মারমা, থানচি বাজার পরিচালনা কমিটি সভাপতি ও থানচি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জসিম উদ্দিন, বিএনপি নেতা অংশৈথুই মারমা, উচমং মারমা প্রমুখ।
এ সময় খামলাই ম্রো বলেন, তারেক রহমান বলেছেন বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। সুতরাং আমাদেরকে সেই বিশ্বাস ও আস্থা ধরে রাখতে মিলেমিশে কাজ করতে হবে। তবে বিএনপির নাম ভাঙিঁয়ে কেউ কোন ধরনের দুর্বৃত্তায়নের সুযোগ দেওয়া হবে না। আর তারেক রহমানের সকল নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।
স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে বাকস্বাধীনতা কায়েম করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার করেছিলেন। দেশের সম্পদ লুটপাট করে অর্থনৈতিক ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ ও ছাত্র সমাজ অতিষ্ঠ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। দেশের বাইরে থেকে এখনো বিভিন্নভাবে দেশে ষড়যন্ত্রের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপিকে জনবান্ধব হতে হবে। জনগণের আস্থাভাজন অর্জন করতে হবে। যেকোন মূল্যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে নেতা কর্মীদের সজাগ থাকতে হবে বলে আহবান জানান।
বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার নতুন করে রাষ্ট্র গঠনে যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তারই রূপরেখা দুই বছর আগে তারেক রহমান ঘোষণা দিয়েছেন। সুতরাং তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা কাজে লাগালেই দ্রুত নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। মূলত ৩১ দফা কী তা সকলকে জানানোর জন্য আগামী ১৬ তারিখে জনসমাবেশের আয়োজন।
এ সময়বক্তব্য রাখেন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাকুরাম ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন যুবদলের সভাপতি লেংপা খুমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিমন ত্রিপুরা, তিন্দু ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি অংক্যথোয়াই মারমা ও উপজেলা বিএনপির নেতাকর্মী, তিন্দু ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী অংশ গ্রহণ করেন।