রাঙ্গামাটিতে মারাত্মক অপুষ্টি ও মাঝারী অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মাঝে ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরন

69

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস কর্তৃক মারাত্মক অপুষ্টি ও মাঝারী অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মাঝে ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর কারিগরি সহযোগীতায় আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের প্রধান কার্যালয়ে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর পার্টনারশিপ ফর দ্যা রিজিলিয়ন লাইভলিহুড ইন সিএইচটি রিজিয়ন (পিআরএলসি) প্রকল্প কর্তৃক রাঙ্গামাটি সদর উপজেলাধীন মগবান, বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়নে মারাত্মক অপুষ্টি ও মাঝারী অপুষ্টিতে আক্রান্ত ২৪ জন শিশুর মাঝে এই ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা।অনুষ্টানেরপিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিধান চাকমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ডেপুটি নির্বাহী পরিচালক কক্সি তালুকদারসহ আশিকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিতরণকালে প্রধান অতিথি আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, প্রকল্প থেকে যেহেতু অপুষ্টি নিরসনে ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে সুতরাং সকলের জন্য মঙ্গল হবে যদি বাচ্চাদের পরামর্শ অনুযায়ী সঠিক যত্ন নেয়া হয়।একটি ফল গাছের যেমন সঠিক যত্ন নিলে সেই গাছ ভাল ফল দেয় ঠিক সেরকম নিজেদের সন্তানদের সঠিক যত্ন নিলে সন্তানরাও ঠিক সেভাবে বেড়ে উঠবে।সন্তানরা সুস্থ থাকলে মানসিক বিকাশ সঠিক হবে, বুদ্ধিতে বাড়বে। বুদ্ধিতে বেড়ে উঠলে তারা বড় হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।দেশের কাজে দশের কাজে ও পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি আরো বলেন এই প্রকল্পের মাধ্যমে এলাকায় উপকার ভোগী মায়েদের পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য দেয়া হয়েছে। নিজেদের সন্তানদের অপুষ্টির হাত থকে রক্ষা করতে সকলের উচিত হবে প্রদত্ত তথ্য অনুযায়ী বাচ্চাদের সঠিক যত্ন নেয়া।
পরে মগবান, বালুখালী ও বন্দুকভাঙ্গা ইউনিয়নে মারাত্মক অপুষ্টি ও মাঝারী অপুষ্টিতে আক্রান্ত ২৪ জন শিশুর মাঝে এই ঔষধ ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরন করা হয়।