মগবানে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা বিষয়ক আলোচনা সভা

67

॥ নিজস্ব প্রতিবেদক ॥
আসুন একত্রিত হয়, নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা অবসান করি এর প্রতিপাদ্যে লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মগবান ইউনিয়ে আশিকা, ডেভেলপমেন্ট এসোসিয়েটের আয়োজনে লিফলেট বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা।
আলোচনা সভায় আশিকার প্রোগ্রাম মেনেজার বিপ্লব চাকমার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মগবান ইউনিয়নের ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা মেম্বার সুপ্রিয়া চাকমা, আশিকার পি আর এল সি এর সম্বয়নকারী বিধান চাকমা, মগবান ইউনিয়নের মুরুব্বি সুজস কান্তি চাকমা, আশিকার প্রোগ্রাম মনিটরিং অফিসার প্রবির চাকমা সহ মগবানের ৮টি গ্রামের বাসিন্দারা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যে কোনো সমাজে সহিংসতার মূল্য সাংঘাতিক। একটি সমাজ হিসেবে, একটি সম্প্রদায় হিসেবে, একটি পরিবার হিসেবে এবং মানুষ হিসেবে অপরিসীম মাশুল আমাদের গুণতে হয়। সহিংসতার প্রভাব প্রজন্মকে আবিষ্ট করে রাখে; সমস্ত স্তরে সম্পদ নষ্ট করে। তাই লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করা কেবল সঠিক নয়, বুদ্ধিমানের কাজ।
এর আগে মগবান ইজোর বোট ঘাট থেকে বিভিন্ন পাড়ার বাসিন্দাদের লিঙ্গ ভিত্তিক সহিংসতা অবসানে কাপ্তাই হ্রদে নৌকা প্রচারণা চালানো হয়।