॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুনতাসিম-এ-সোবহানি শিকদার বলেছেন পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মেজর মুনতাসিম-এ-সোবহানি শিকদার স্থানীয় দরিদ্র ও অসহায় নারী পুরুষ এবং শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেন। তিনি বলেন, সেনাবাহিনী কর্তৃক পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলে বসবাসকারী নারী পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় ঔষধ এবং কখনো কখনো ক্ষেত্র বিশেষে আর্থিক অনুদানও প্রদান করা হচ্ছে।
বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের হাজাছড়া আনসার ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম হরিণছড়া মুখ পাড়ায় বসবাসকারী গরীব ও দুঃস্থ জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার। এসময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুনতাসিম-এ-সোবহানি শিকদার উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে দুর দুরান্ত থেকে অনেক দরিদ্র নারী ও শিশু ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে আসেন। এসময় আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বলেন, সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় এবং অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। জনস্বার্থে সেনাবাহিনীর এই স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।