॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে ব্যর্থ করতে নানামুর্খী ষড়যন্ত্র করছে। একইভাবে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে দেশী-বিদেশী ষড়যন্দ্র চলছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে আগস্ট বিপ্লবকে বুকে ধারণ করে যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি সোমবার (১৮ নভেম্বর) বিকালে খাগড়াছড়ি জেলা যুবদলের সাংগঠনিক সভায় এ সব কথা বলেন।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির ও অংগ-সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের জেলা, উপজেলা, ইউনয়ন ও ওযার্ড পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আবহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।