থানচিতে আর্থ-সামাজিক উন্নয়নের প্রকল্প অবহিতকরণ সভা

17

॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচিতে কাজু চাষীদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাজার পরিকাঠামো নির্মাণ শীর্ষ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি( বিএনকেএস) আয়োজনের মঙ্গলবার ১৯ নভেম্বর সকাল ১০টা উপজেলা পরিষদের মিলনায়তনের সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌথুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেট (বিএসআরএম) অর্থায়নের পরিচালিত বিএনকেএস প্রতিষ্ঠানের উপ-পরিচালক উবানু মারমা সভাপতিত্বে স্পসরশিপ কর্মকর্তা মংক্যওয়াং মারমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তর, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, ইউপি সদস্য স্বজল দাশ,বিএনকেএস ম্যানেজার ক্যবাথোয়াই মারমা প্রমূখ।
কাজু চাষীদের জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাজার পরিকাঠামো নির্মাণ শীর্ষ প্রকল্পের উপর উপজেলা ৪টি ইউনিয়নের ৩৫টি গ্রামে ১ হাজার ২শত পরিবারের উপকারভোগীদের গত মার্চ হতে ২০২৭ সাল পর্যন্ত পাইলট প্রকল্পের সমস্যা, সম্ভাবনা ও করনীয় বিষয়ের মাল্টিমিডিয়া প্রজেক্টর মাধ্যমের উপস্থাপন আরণ্যক ফাউন্ডিশনের টেকনিক্যাল কর্মকর্তা মিসিলি চৌধুরী ও বিএনকেএস এর মনিটরিং সোস্যালিস্ট সাগ্যহ্লা চাক।সভায় শতাধিক কাজু বাদাম চাষী স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।