॥ বান্দরবান প্রতিনিধি ॥
পর্যটকদের আনন্দময় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে এবং বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর সুযোগ দিতে প্রথমবারের মতো বান্দরবানে চালু করা হয়েছে ছাদখোলা বাস।
সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস মালিক কাজল কান্তি দাশ।
জানা গেছে, বাসটিতে ৩০ জনেরও বেশি আরামদায়ক সিটের ব্যবস্থা রাখা হয়েছে। ফোম দিয়ে তৈরি আরামদায়ক সিটের পাশাপাশি গান শোনার জন্য একটি সাউন্ড সিস্টেমও রয়েছে। এই বাসে বসে পর্যটকরা পাহাড়ের মেঘমাখা পরিবেশ উপভোগ করতে পারবেন।
বাস চালক মো. ফোরকান জানান, ছাদখোলা এই বাসে পর্যটকরা বান্দরবানের নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি ও অন্যান্য জনপ্রিয় পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাত্রীদের আবার মূল জায়গায় ফিরিয়ে আনা হবে। এতে পর্যটকরা আরো বেশী আনন্দ ভোগ করতে পারবেন বলে আমার ধারণা।
হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন, পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। পর্যটকরা এই ছাদখোলা বাসে করে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয়রা মনে করছেন বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের জন্য নতুন এই উদ্যোগ প্রকৃতির সৌন্দর্য উপভোগের নতুন মাত্রা যোগ করবে ।