দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার প্রতিবাদে স্মরণ সভা

12

॥ দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলার সংগঠক শহীদ মিটন চাকমার হত্যার প্রতিবাদে স্মরন সভা পালন করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলায় দীঘিনালা ইউনিয়নের উদাল বাগান খামার পাড়ায় মিটন চাকমা নিজ বাড়িতে স্মরন সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিলটন চাকমা। এতে বক্তব্য রাখেন দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, গনতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধানর সম্পাদনা রিংকু চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য প্রতীভা চাকমা, সাবেক ইউপি সদস্য কৃপারঞ্জন চাকমা,
স্মরন সভায় বক্তরা বলেন, গত ১০নভেম্বর পানছড়িতে সন্তু লারমার ভাড়াটে বাহিনীর হামলা, ইউপিডিএফ সংগঠক মিটন চাকমাকে হত্যার করেছে খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক মিটন চাকমাকে। হত্যার প্রতিবাদ জানায়। আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা তার চেয়ারে ঠিক রাখার জন্য মাতৃঘাতী সংগাত সৃষ্টি করে রেখেছে। ইউপিডিএফ মাতৃঘাতী সংগাত চায় না। ইউপিডিএফ জুম্ম জাতীর অধিকার আদায় কাজ করছে। এছাড়া আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদ অবাধ নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে গঠন করার দাবী জানান।
এর আগে মিটন চাকমার পারিবারিক ভাবে ধর্মীয় কাজ করা হয়। স্মরন সভার শুরুতে মিটন চাকমা ছবিতে দলের পরিবারের ও এলাকাবাসীর পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মিটন চাকমার আত্মার শান্তিকামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ইউপিডিএফ সভাপতি প্রসীদ বিকাশ খীসার দেয়া শোকবার্তা পাঠ করেন তুলনা চাকমা।