থানচি প্রেসক্লাবের নতুন কমিটির গঠনঃ সভাপতি মংবোওয়াংচিং সম্পাদক চহ্লামং

49

॥ থানচি প্রতিনিধি ॥
থানচি প্রেসক্লাবে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কন্ঠ ভোটের বাংলাদেশ বেতার প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং দৈনিক কালবেলা প্রতিনিধি চহ্লামং মারমা সাধারণ সম্পাদক পদের নির্বাচিত করা হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ের আগামী দুই বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগের সভাপতি ও সম্পাদক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি সদস্যরা হলেন- দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি, ডেলি মেসেঞ্জার ও দৈনিক দেশবাংলা প্রতিনিধি চিংথোয়াই অং মারমা কোষাধ্যক্ষ, দৈনিক প্রথম বাংলা প্রতিনিধি মথি ত্রিপুরা নির্বাহী সদস্য, সাপ্তাহিক চট্টবানী প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক বিকাল বেলা প্রতিনিধি হিমংপ্রু মারমা নির্বাহী সদস্য, সাপ্তাহিক মাইণী পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমী নির্বাহী সদস্য।