॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)’র ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী” প্রতিপাদ্যে এদিন কাপ্তাই বিএসপিআই ক্যাম্পাস হতে একটি র্যালি বের হয়ে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫৬ ইবি এর রিভারভিউ ক্যাফে এন্ড পিকনিক স্পটের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে পিকনিক স্পর্টের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএসপিআই এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস।
বিএসপিআই এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের চীফ ইনস্ট্রাক্টর ও আইডিইবি, কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বিএসপিআই এর অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের শিক্ষক ও সংগঠনের কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আইয়ুব আলী এর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক কেপিএম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ ইমাম ফখরুদ্দিন রাজি।
এসময় প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়াও সাংগঠনিক জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা বিউটি চৌধুরী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।