॥ নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয় নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো নয় এই শ্লোগানে রাঙ্গামাটিতে কর্ণফুলী চ্যানেল সুইমিং ২০২৪ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জাতীয় ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানর জানান, আগামী ১৬ নভেম্বর রাঙ্গামাটির সুভলং চ্যানেল থেকে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার কেটে সাঁতারুরা রাঙ্গামাটি শহীদ মিনায় ঘাটে আসবে। সাঁতারুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন সাঁতারু অংশ গ্রহণ করছে।