রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

21

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে জজ কোর্ট পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপি নিয়োগে এবং নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের অর্ন্তবর্তী কালীন পরিষদে পতিত আওয়ামী পন্থি লোকজনের নিয়োগ দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচী পালন করেছে রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (১০ নভেম্বর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব হোসেনের নেতৃত্বে রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচি থেকে জেলা জজ কোর্টে আওয়ামী পন্থি পিপি, সহকারী পিপি, অতিরিক্ত পিপি নিয়োগ ও নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন পরিষদে ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পন্থিদের পুনর্বাসন করায় প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে জজ কোর্ট ও জেলা পরিষদে পুর্নগঠনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিদের সদস্য অর্ন্তভূক্ত করার দাবী জানান।