॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যকে নিয়োগ দিয়ে অন্তর্বতীকালীন পরিষদ গঠনের প্রজ্ঞাপন জারি করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষতির নম্বর-২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪-১১৯ তাং-৭ নভেম্বর ২০২৪ইং প্রজ্ঞাপনমূলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক (৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৪ এর ৪ (২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ গঠন করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ জন সদস্যরা হলেন, দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউপ্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মোঃ হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা, লুৎফুন্নেসা বেগম।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপযুক্ত ভাবে পুর্ণগঠিত অন্তর্বতীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করিবেন। আর ১০ ডিসেম্বর ২০২০ তারিখের ২৯.০০.০০০০.২১৪.০১.২২৪.১৮-১৫৩ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হইল।