নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিকল্প ব্যবহার উৎসাহতিকরনে সভা ও বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

80

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে খাগড়াছড়ি বিশেষ টাস্কফোর্স টিম। খাগড়াছড়ি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের জেলা সদরের খাগড়াছড়ি বাজারের বিভিন্ন আরতসহ মাছ, মাংস ডিম ও চাউলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বিশেষ টাস্কফোর্স ভোক্তা অধিকার আইনে এক দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী খাগড়াছড়ি প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বাজারের মূল্যদ্রব্য স্থিতিশীল রাখার জন্য সকলকে সতর্ক করেন।
অপরদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনরে আয়োজনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে পলিথিনের বিকল্প ব্যবহার উৎসাহতিকরণে সকল অংশীজনদরে সাথে অবহিতকরণ শীর্ষক এক সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনরে সম্মলেন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্তি জেলা ম্যাজিষ্টেট হাসান মারুফ, সহকারী পুলিম সুপার সৈয়দ মুবিদ রায়হান। ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরচিালক নাছরিন আক্তার।
এসময় বক্তারা বলনে, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহার না করে বিকল্প হিসেবে কাপড় ও চটের ব্যাগ ব্যবহারের উপর গুরুত্বরোপ করনে।