॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে শিকার হয়েছেন ৩২ জন। এই ৩২ জনের সবাই বন্য হাতির আক্রমণের শিকার হয়ে কোন না কোনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ সবাইকে বন বিভাগের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ সকলের মাঝে মোট ৭ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে বন বিভাগ সুত্রে জানা গেছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থদের হাতে বন বিভাগ কর্তৃক প্রদত্ব আর্থিক সহযোগিতা চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা এবং কাপ্তাই পাল্প উড বাগান বিভাগের রেঞ্জার মোঃ আনোয়ার হোসেন।
কাপ্তাই উপজেলা নির্বাহ অফিসার বলেন, বন্য হাতির আক্রমণে শিকার হয়ে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেন। তবে তিনি বলেন, আমরা কিন্তু হাতির আবাস স্থলে বসবাস করছি। বন্য হাতি বিচরণ করে এমন সব জায়গা জমিতে এখন মানুষ বসবাস করছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী একটি হাতি দৈনিক ২৭ কিলোমিটার পথ হাঁটে। বন্য হাতি এখন চলাচলের সেই জায়গা পাচ্ছেনা। বনে হাতির পর্যাপ্ত খাবারও পাওয়া যাচ্ছেনা। তাই বন্য হাতি লোকালয়ে ছুটে আসছে এবং মানুষের ক্ষতি সাধন করছে। তিনি বন্য হাতির চলাচলের পথে কোন ধরণের প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য সকলের প্রতি আহবান জানান।