খাগড়াছড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু

42

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” খাগড়াছড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে এই অভিযান উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলমের সভাপতিত্বে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র হালদার ও সদর উপজেলা কৃষি অফিসার মুক্তা চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমন মৌসুমে ইঁদুরের প্রাদুর্ভাব বেশি থাকে। অক্টোবর থেকে নভেম্বর মাসে ইঁদুরের উৎপাত বেশি থাকে বলে এসময় ইঁদুর নিধনে কৃষকদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
আলোচনা শেষে কৃষকদের মাঝে ইঁদুর নিধনের জন্য ঔষধ বিতরণ করা হয়।