॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী বলেছেন, শক্তিশালী সমবায় সংগঠন যে কোন কঠিন কাজকে সহজ করে তুলতে পারে। এককভাবে আমরা যে কাজ করতে পারিনা বা করলেও অনেক সময় লাগে সেখানে সমবায়ের মাধ্যমে অতি সহজে কাজটি করা যেতে পারে।
তিনি ২ নভেম্বর (শনিবার) কাপ্তাই উপজেলায় সমবায় অধিদপ্তর কর্তৃক ৫৩তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমবায় সংগঠন করলেই হবেনা, এই সংগঠনকে শক্তিশালী করতে হবে। এ প্রসঙ্গে তিনি কাপ্তাই উপজেলার ৪৩টি সমবায় সংগঠনের প্রত্যেককে আরো বেশী সক্রীয় হবার আহবান জানান।
জাতীয় সমবায় দিবসের শুরুতে বর্ণাঢ্য র্যালী সমগ্র কাপ্তাই উপজেলা কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খিয়াং এবং কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত।
সমবায় দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গ্রাম গঞ্জে উন্নয়ন মূলক যত গুলো বড়বড় কাজ হয়েছে সবই ছিল সমবায় ভুক্ত। সমবায়ী না হলে এগিয়ে যাওয়া যাবেনা বলেও বক্তারা অভিমতে জানান।