রুমায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

38

॥ রুমা প্রতিনিধি ॥
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বান্দরবানের রুমা উপজেলায় প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপনের সূচনা হয়।
পরে “সমাবয়ে গর্বদেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কাউছারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ হাবিব উল্লাহ ও রুমা প্রস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা।
এছাড়াও রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানসহ উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সদস্যেরা এতে স্বতঃস্ফুট অংশ গ্রহণ করেন।