রাজস্থলীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

41

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অফিসের পাশে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন করা হয়। এ সময় সমবায় বিভাগের নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন।
পরে রাজস্থলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি সমবায় অফিসের পরিদর্শক লোকমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র প্রতিনিধি এ এস আই সোলোমান, দুই ইউনিয়নের ক্রডিট চেয়ারম্যানসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সবায় ইউএনও বলেন, সমবায় সম্পর্কে সরকারের চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক। বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। আশা করি, সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।