॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে খাগড়াছেিড় পালিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সমবায়ী সংগঠন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজন করে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্টানের ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান, সাবেক সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে। সকলকে একতা শেখায়। এ ছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ।
এর আগে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। শেষে জেলার ৮টি সমবায় প্রতিষ্ঠান ও ৪ জন সফল সমবায় কর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।