॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে রমজান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) বিকালে রাঙ্গামাটি শহীদ শুক্কুর স্টেডিয়ামে বন্ধু মহল একাদশের আয়োজনে রমজান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়।
উক্ত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রতিভাস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম প্রমুখ।
উক্ত রমজান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে জেলার ১৬ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় গিয়াস উদ্দিন স্মৃতি ফুটবল ক্লাব ৩-০ গোলে টাইগার একাদশকে পরাজিত করে।