রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণ উন্মুক্ত, পাহাড়ের পর্যটন শিল্পের স্বস্তি, প্রস্তুত পর্যটক বরণে

139

॥ মিল্টন বাহাদুর ॥
পর্যটকদের জন্য রাঙ্গামাটি ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় স্বস্তি ফিরে এসেছে পর্যটন ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্টরা। দীর্ঘ ২৪ দিন পর ভ্রমন নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন দূর দূরান্তের পর্যটকরা। তবে খাগড়াছড়ির ভ্রমন নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার না হওয়ায় রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে কোন পর্যটক ভ্রমন করতে পারবেন না।
পাহাড়ে অশান্ত পরিস্থিতির কারণে পর্যটকদের নিরাপত্তার জন্য ৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমনে ২৪দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে আইন শৃঙ্খলা স্বাভাবিক হওয়ায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বুধবার রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান।
তিনি জানান, ১ নভেম্বর থেকে পর্যটকরা রাঙ্গামাটির সকল পর্যটন স্থানগুলো ভ্রমণ করতে পারবেন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে।
এদিকে দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। পর্যটক না আসায় তাদের ব্যবসায় মন্ডাভাব চলছিল। কোন রকম ধার দেনা করে কর্মচারীদের বেতন দিয়েছেন তারা। তবে পর্যটক ভ্রমনের নিশেধাজ্ঞা তুলে নেয়ায় রাঙ্গামাটিতে আগত পর্যটকদের জন্য বিভিন্ন ছাড়সহ আগত পর্যটকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানান ব্যবসায়ীরা।
বার্গী লেক ভ্যালীর পরিচালক বাপ্পী তঞ্চঙ্গ্যা জানান, রাঙ্গামাটি জেলার হোটেল-মোটেল মালিকরা বেড়াতে আসা পর্যটকদের সুবিধা দিতে এবং তাদের আর্থিক চাহিদা কমিয়ে দিতে কিছু কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আর ট্যুরিস্টবোটগুলো সচল করেছে মালিক কর্তৃপক্ষ। আর পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রত্যাশা রাঙ্গামাটিতে আশানুরূপ পর্যটক আসলে তাদের শত কোটি টাকার লোকসান কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন ম্যানেজার আলোক বিকাশ চাকমা জানান, পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাঙ্গামাটির পর্যটন উদ্যোক্তারা। সরকারি-বেসরকারী পর্যটন কেন্দ্রগুলো রাঙ্গামাটি ভ্রমন করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি আশানুরূপ পর্যটক আসলে এতদিনের ক্ষতি কিছুটা হলেও কাটিযে উঠতে পারবো।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, পর্যটক ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় পাহাড় ঘেরা রাঙ্গামাটির বিশাল কাপ্তাই হ্রদ, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙ্গামাটিতে। আর পর্যটকদের ভ্রমনে যাতে কোন ধরনের সমস্যার সম্মুখিন না হয় তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮-৩১ অক্টোবর পর্যন্ত ‘পর্যটক ভ্রমণে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাহাড়ে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে। পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ায় রাঙ্গামাটি পর্যটন শিল্প আবারো ঘুরে দাঁড়াবে এমনটাই আশা সকলের।