পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন

48

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশের ন্যায় রাঙ্গমাটিতেও পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদ মাধ্যমে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে সারাদেশে পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার (উৎপাদন, বিক্রয়, পরিবহন ইত্যাদি) এর উপর বিদ্যমান নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হবে।
উল্লেখ্য যে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০০২) ৬ক ধারা অনুযায়ী ২০০২ সালে সারাদেশে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার (উৎপাদন, বিক্রয়, পরিবহন ইত্যাদি) নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও দেশের প্রায় সকল দোকান এবং স্টোরে পলিথিন শপিং ব্যাগের যত্রতত্র ব্যবহার চলছে।
এমতাবস্থায়, রাঙ্গামাটি পার্বত্য জেলায় পলিথিন/পলিপ্রপাইলিং শপিং ব্যাগের ব্যবহার (উৎপাদন, বিক্রয়, পরিবহন ইত্যাদি) বন্ধে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
আগামী ১ নভেম্বর ২০২৪ তারিখ হতে পলিথিন/পলিপ্রপাইলিং শপিং ব্যাগের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।