॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ির লতিবানে প্রতিপক্ষের দুর্বৃত্তেদের গুলিতে নিহত ৩ ইউপিডিএফ কর্মীর লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। বিকেল ৪ টায় পরিবারগুলোর পক্ষে ভাইবোনছড়া ইউপি সদস্য জয়রাম চাকমা আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহন করেন। এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মন্যা চাকমা সিজন (৫০) এর স্ত্রী টুপি চাকমা বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জন পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে পানছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে ইউপিডিএফের ডাকে খাগড়াছড়ি জেলায় শান্তিপুর্নভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে। অবরোধ চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা অতিরিক্ত পুলিশ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (৩০ অক্টোবর) জেলার পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। ইউপিডিএফ এই ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ সংঘাত ও বৈষম্য বিরোধীদের মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছে।