আধুনিক শহরে রূপান্তর করতে হলে রাঙ্গামাটি শহরকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হবে-মোহাম্মদ মোশারফ হোসেন খান

46

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পর্যটন শহর রাঙ্গামাটিকে আধুনিক শহরে রূপান্তর করতে হলে রাঙ্গামাটি শহরকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি বলেন, রাঙ্গামাটি পর্যটন শহর একটি সুন্দর শহর। এ শহরে সৌন্দর্য্য রক্ষা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। এই শহরকে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে পর্যটকরা এসে এই শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাই পৌরসভার বর্জ্য অপসারণসহ সকল ক্ষেত্রে পৌরসভাকে সহযোগিতা করতে ব্যবসায়ীসহ রাঙ্গামাটিবাসীকে আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পর্যটন শহর রাঙ্গামাটির পৌরসভাকে দুষণ ও পরিস্কার পরিচ্ছন্ন নগরীতে পরিনত করতে রাঙ্গামাটি পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামুলক একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীর উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় রাঙ্গামাটি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি পৌরসভার সচিব কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি পৌরসভার স্যানিটারী ইনেক্সপেক্টর ফিরোজ আল মাহমুদ সোহেল, পৌরসভার কনজারভেন্সি কর্মকর্তা দোলন বড়ুয়া, পৌরসভার সহকারী কনজারভেন্সি কর্মকর্তা বিপ্লব তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পৌরসভার কর্মীরা রাঙ্গামাটি পৌর শহরের প্রধান সড়কগুলোতে টাঙ্গানো বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন অপসারণ করে এবং ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং সচেতনতামূলক অভিযানে রাঙ্গামাটি শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকা থেকে বনরুপা কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকার ময়লা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার অনুরোধ জানানো হয়েছে।