সাইবার সিকিউরিটি সচেতনতায় ইসলামী ব্যাংক লামা শাখার মতবিনিময় সভা

41

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
ব্যাংকিং এখন গ্রাহকের হাতের নাগালে। ডিজিটাল ব্যাংকিং ব্যাংক ব্যবস্থাকে সমগ্র বিশ্বের কাছে সহজ করে তুলেছে। টাচলেস ব্যাংকিংয়ের অভিজ্ঞতা প্রদানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ তার ডিজিটাল ব্যাংকিং পরিষেবাগুলি ধারাবাহিকভাবে প্রসারিত করছে। তবে প্রথাগত ব্যাংকিং এ যেমন কিছুটা ঝুঁকি রয়েছে তেমনি ডিজিটাল ব্যাংকিংয়েও ঝুঁকি রয়েছে, তবে তা একটু ভিন্ন রকম। যথাযথ সতর্কতা এবং প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব।
গ্রাহক পর্যায়ে সাইবার সিকিউরিটি সচেতনতা বৃদ্ধিতে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ইসলামী ব্যাংক লামা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লামা শাখার এভিপি মোহাম্মদ শফিউল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের গ্রাহক ও সমাজসেবক আবু নোমান, এটিএম শহিদুল ইসলাম। এছাড়া ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষার জন্য নিয়মিত কাজ করছে। ইসলামী ব্যাংক বাংলাদেশের রয়েছে উচ্চস্তরের আইটি সিকিউরিটি প্রযুক্তি, তবে ব্যাংকের একার পক্ষে সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়, গ্রাহক সচেতনতাও দরকার। উদাহরণ স্বরূপ, অনিরাপদ নেটওয়ার্ক, ডিভাইস (যেমন: মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ইত্যাদি) সর্বোপরি সাইবার সিকিউরিটি অসচেতনতার কারণে অনলাইন লেনদেনে গ্রাহকের ব্যাংকিং তথ্যগুলো ঝুঁকির সম্মুখীন হতে পারে।
নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রদত্ত সাইবার সিকিউরিটি টিপসগুলো, আপনাকে সাইবার সুরক্ষা সম্পর্কে সচেতন হতে এবং সাইবার ঝুঁকিমুক্ত রাখতে সাহায্য করবে। নিম্নের টিপসগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ এর সঙ্গে নিরাপদ ডিজিটাল ব্যাংকিংয়ের অভিজ্ঞতা পেতে পারেন: * আপনার ডিভাইস সুরক্ষিত রাখুন * আপনার পাসওয়ার্ড সুরক্ষিত করুন * ফিশিং মেইল সম্পর্কিত প্রতিরোধ মূলক ব্যবস্থা * কার্ডের পিন সংরক্ষণের প্রতিরোধমূলক ব্যবস্থা * পেমেন্ট কার্ড জালিয়াতি রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা * এটিএম ব্যবহারে সুরক্ষা টিপস * সুরক্ষিত অনলাইন শপিংয়ের সঠিক উপায় সমূহ * ইন্টারনেট ব্যাংকিং সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা।