॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন কর্মসূচীর অংশ হিসাবে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।
বুধবার (৩০ অক্টোবর) সকালে জোন সদর দফতরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য সামগ্রী বিতরন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত জুয়েল।
এসময় ক্ষতিগ্রস্ত ২২৫টি পাহাড়ি ও বাঙালি পরিবারকে ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিন, ছাগল বিতরণ করা হয়। এছাড়া কৃষিতে ক্ষতিপূরণের জন্য কৃষকদের মাঝে বীজ ও সার দেয়া হয়। এসব সহায়তায় খরচ হয়েছে সাড়ে ১৫ লাখ টাকা।