আলীকদমে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ, ৫৫ হাজার টাকা জরিমানা

37

॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমের আলী বাজার এলাকার মংশৈপ্রু পাড়া ঘাট সংলগ্ন তৈনখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় আলীকদম উপজেলাধীন আলী বাজার এলাকার মংশৈপ্রু কারবারি পাড়া ঘাট সংলগ্ন তৈনখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ২টি গাড়ি জব্দ করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব।
স্থানীয়রা জানান, আলী বাজার এলাকার মো. রিয়াদসহ কয়েকজন ব্যক্তি মংশৈপ্রু কারবারি পাড়া সংলগ্ন তৈনখালের চর থেকে রাতে ও দিনের বেলায় অবৈধভাবে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করেন। বালু উত্তোলনের তথ্য পেয়ে আজকে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ২টি গাড়ি জব্দ করে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার রূপায়ন দেব বলেন, আলী বাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু ভর্তি ২টি মিনি ট্রাক জব্দ করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ মামলায় মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।