রাঙ্গামাটিতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন মাছ চাষীর মাছের পোনা বিতরন

7

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের মাছের পোনা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা মৎস্য অফিসের কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ৬০ জন ক্ষতিগ্রস্ত মাছচাষীকে প্রায় ৬২৫ কেজি মাছের পোনা বিতরন করা হয়েছে। চাষীদের মাঝে পোনা বিতরন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আছমা।
এসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আবদুল্লা আল হাসান, মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মোঃ টিপু সুলতান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মোঃ এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি অফিসার শাহনাজ পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রশীদ প্রমুখ।
বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সরবরাহকৃত ডিজিটাল কিটবক্স এর মাধ্যমে চাষিদের জলাশয়ের পানির গুনগত পরিক্ষা করে সে অনুযায়ী পরামর্শ প্রদান কথা জানান বক্তারা।
এসময় রাঙ্গামাটি সদর উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ জন মৎস্য চাষীকে ১০ কেজি করে ৬২৫ কেজি মাছের পোনা বিতরন করা হয়।