প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাউখালীতে ব্লাড ব্যাংকের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম

16

॥ কাউখালী প্রতিনিধি ॥
সেবা ও সহযোগিতা হোক নিরেপক্ষ এবং সার্বজনীন এই শ্লোগানকে সামনে রেখে কাউখালী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন কাউখালী ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে বৌদ্ধ ধর্মাবলম্বিদের অত্যতম প্রবারণা পূর্ণীমা উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণ কার্যক্রম করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কচুখালী মারমা যুব সমাজের সহযোগীতায় কাউখালী উপজেলা সদরের কচুখালী সানু বৌদ্ধ বিহার প্রাঙ্গনে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।
কাউখালী ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, কাউখালী উপজেলাতে সার্বজনিন সকলের জন্যে এই সেবা কার্যক্রম রেখেছি। জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যে নিরেপক্ষ সেবা এবং সকলের জন্যে সমান ভাবে কাজ করে যেতে বদ্ধ পরিকর কাউখালী ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীরা।
বৃহস্পতিবার দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় শতাধিক ব্যক্তির রক্তের গ্রুপ গ্রুপ নির্ণয় করা হয়। এতে বেশ কয়েকজন ব্যক্তি হাসপাতালে গিয়ে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হয়ে যে কোন সময় রক্তের প্রয়োজনে এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন।