॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দীর্ঘ একদশক পর সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় অষ্টমী ও নবমীতে প্রদ্বীপ প্রজ্জলসের মধ্য দিয়ে উপজেলার মাটিরাঙ্গা শ্রী শ্রী কালী মন্দির ও বলি টিলা শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রম পুজামন্ডপ পরিদর্শন করেন। এসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লোকে লোকারণ্যে পরিনত হয় মন্দির এলাকা।
এর আগে দুুপুরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে একটি সামাজিক অনুুষ্ঠানে অংশ গ্রহন করেন তিনি।
দীর্ঘ ১৬ বছর স্বৈরাশাসনাকালে গত ২০১৭ সালে মাটিরাঙ্গা বিশেষ করে মাটিরাঙ্গা কেন্দ্রীয় (মাটিরাঙ্গা শ্রী শ্রী কালী মন্দির) মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় স্বৈর সরকারের মদদপুষ্ট একটি সাম্প্রদায়িক চক্র। ফলে এতো বছর মন্দির পরিদর্শনে আসেননি তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈর সরকারের পতনের পর এটা তার প্রথম পুজা পুজামন্ডপ পরিদর্শন।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। দেশে সম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে মরিয়া হয়ে সংখ্যালঘু ভাই-বোনদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালিয়ে আতংক সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পূজামন্ডপ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় বিএনপি ও সকল সহযোগি সংগঠন দেশ ব্যাপী কাজ করছে বলে জানান তিনি।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথী, সহ সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সস্পাদক এম এন আফসার, যুগ্ন সাধারণ সম্পাদক এড আবদুল মালেক মিন্টু, মহিলা দল সভাপতি কোহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী মাটিরাঙ্গা যুবদলের আহ্বায়ক জয়নাল আবদিন সরকার,পৌর যুবদলের আহ্বায়ক গিয়স উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি অংগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়ন, ১টি পৌরসভায় মোট ৯টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।