রাঙ্গামাটিতে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং, ৪ হাজার টাকা জরিমানা

52

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি, সরবরাহের তদারকি ও পর্যালোচনা জন্য রাঙ্গামাটির জেলা ও উপজেলা পর্যায় বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাঙ্গমাটির বিভিন্ন বাজারে গিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে টাস্কফোর্স কমিটির সদস্যরা। বাজারে মাছ, মুরগী, ডিম এবং সবজির মূল্য তদারকি এবং বাজার কমিটির তালিকার সঙ্গে বিক্রেতাদের পণ্যের বিক্রয়মূল্যের তালিকা যাচাই বাছাই করা হয়।
এসময় পণ্যের মূল্য তালিকা জনসম্মুখে প্রদর্শিত না থাকায় এবং পন্য ক্রয় রশিদ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রয় না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। কমিটির সদস্যগণ কর্তৃক ক্রেতাদের পন্য ক্রয়ের পর ক্রয়মূল্যের রশিদ বিক্রেতাদের নিকট হতে সংগ্রহ করার জন্যও নিদের্শনা প্রদান করা হয়।
রাঙ্গামাটি জেলা শহরের বাজার মনিটরিং পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম হোসেন।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তার, রাঙ্গামাাটি সদর সার্কেল এএসপি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, উপজেলা প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি, কৃষি বিপনন অফিসের প্রতিনিধি, ক্যাব এর প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা।