রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন

61

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির রিজার্ভ বাজার বাস ষ্টেশন এলাকায় ২০২০ সালের ৭ অক্টোবর পরিকল্পিতভাবে ব্যবসায়িক দোকান পাটে অগ্নিকান্ড ঘটিয়েছে উল্লেখ করে ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার নতুন বাস ষ্টেশন এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন আগুণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মানববন্ধনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন, পঞ্চুদাশ গুপ্ত, প্রশান্ত সিংহ, সাইফুল ইসলাম, আবদুল হালিম ও মোঃ সেলিমসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ২০২০ সালের ৭অক্টোবর রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নির্মিত ব্যবসায়িক দোকানপাট গুলো পরিকল্পিত ভাবে আগুন দেয়া হয়। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মোরশেদ আলম। ব্যবসায়ীরা বলেন, নিউ রাঙ্গামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নির্দেশে রাত তিন টার দিকে এসব দোকানে অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণে দাবি জানান ব্যবসায়ীরা।