বিজিবির পক্ষ হতে প্রতিটি পূজা মন্ডবে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে-লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া

68

॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেছেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ আমরা সবাই মিলেমিশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করবো। পরিবারের সবাইকে নিয়ে আমরা দুর্গাপূজা উৎসব উপভোগ করবো। বিজিবির পক্ষ হতে প্রতিটি পূজা মন্ডবে সব ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া সোমবার (৭ অক্টোবর) কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে বিজিবির পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাপ্তাই উপজেলায় অবস্থিত প্রতিটি পূজা মন্ডপে প্রতিদিন বিজিবির টহল রয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সুরক্ষায় ড্রোনের সাহায্যে প্রতিটি পূজা মন্ডপ সার্বক্ষনিক নজরদারিতে রাখা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিথ ছিলেন, কাপ্তাই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারি এবং মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, ওয়াগগা শ্রী শ্রী সার্বজনিন লোকনাথ মন্দির, শিলছড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির এবং ব্রিকফিল্ড সার্বজনিন মাতৃমন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রীষ্টিয়ান আমরা সকল সম্প্রদায়ের মানুষ সবাই মিলেমিশে আনন্দ উৎসবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করব। আমরা পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগ করতে চাই। কিন্তু কোন কুচক্রী মহল যদি এই সুন্দর উৎসব বানচাল করতে বা কোনভাবে অপ্রীকর পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাহলে আমরা কঠোর হস্তে তা দমন করব। তিনি বলেন, শুধু বিজিবি নয়, শারদীয় দুর্গাপূজা উৎসব চলাকালীন সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী এবং আনসার বাহিনীর পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সিভিল প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যারযারমত করে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরেও যদি কোথাও কোন অসঙ্গতি লক্ষ করা যায় বা কোন ব্যক্তি বা মহল যদি দুর্গাপূজা উৎসবকে বিনষ্ট করতে চায় তিনি তাৎক্ষনিক ৪১ বিজিবিকে অবহিত করার জন্য প্রতিটি পূজা মন্ডপ পরিচালনা কমিটির প্রতি আহবান জানান।
পরে লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া শারদীয় দুর্গাপূজা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, ওয়াগ্গা শ্রী শ্রী সার্বজনিন লোকনাথ মন্দির, ব্রিকফিল্ড সার্বজনিন মাতৃমন্দির, শিলছড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির এবং কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারন সম্পদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এদিকে ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া কাপ্তাই উপজেলার প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তিনি শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, শ্রী শ্রী দক্ষিনেশ্বর সিদ্বেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী দুর্গামন্দির রামসীতা সংঘ, শ্রী শ্রী জয়কালী মন্দির, শ্রী শ্রী সার্বজনিন মার্তৃমন্দির এবং শ্রী শ্রী লোকনাথ মন্দির সমুহ পরিদর্শন করেন। তিনি প্রতিটি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক এবং পুরোহিতদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য এবং সাধারন সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন কাপ্তাই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লতিফুল বারীও পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন। সার্বিক আইন শৃঙ্খলা সুরক্ষায় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটি সন্তোষ প্রকাশ করেন।