খাগড়াছড়ির সীমান্ত এলাকায় নির্বিঘ্নে দূর্গাপূজা উদযাপনে বিজিবি নিরাপত্তা দেবে-বিজিবি কমান্ডার

17

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় নিবির্ঘ্নে দূর্গোৎসব উদযাপনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কনের্ল সৈয়দ ইমাম হোসেন, পিএসসি। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন আনন্দ-উদ্দীপনার মাধ্যমে তাদের এই বড় উৎসব পালন করতে পারে সেজন্য বিজিবি তাদের পাশে থাকবে। তবে প্রত্যেকে সজাগ থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্রমূলকভাবে কেউ যেন কোন অপতৎপরতা চালাতে না পারে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে রামগড়ে ৪৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় বিজিবি কমান্ডার এ কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে ৪৩ বিজিবির উপ অধিনায়ক মেজর নূর, সহকারী পরিচালক রাজু আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আলা উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজুর রহমান, রামগড় কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ দাশ উপস্থিত ছিলেন।