রাজস্থলীতে ৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে কঠোর নিরাপত্তা

322

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গাপুজা। যা ১৩ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে। এই উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৃৎশিল্পী এবং আয়োজকরা। তারা সকলেই দিন-রাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্র চিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, এ বছর রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়াসহ মোট ৪টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। তার মধ্যে রাজস্থলী বাজার শ্রী শ্রী হরিমন্দ্রির পূজা মণ্ডপ, বাঙ্গালহালিয়া শিবমন্দির পূজা মণ্ডপ, দক্ষীনেশ্বর শ্রী শ্রী কালিমন্দির পূজা মণ্ডপ ও ছাগল খাইয়া পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে দুর্গাপূজাকে সামনে রেখে রাজস্থলী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা সভার প্রস্তুতি নিচ্ছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র জানান, প্রতিবছরের মতো এবারও রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হবে এবং মায়ের আরাধনা করা হবে। রাজস্থলীতে যেন সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে দুর্গাপূজা সকলে উদযাপন করতে পারে সে জন্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। প্রতিটি মন্দিরেই পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশের স্বেচ্ছাসেবক দল মোবাইল টিম মাঠে থাকবে। দেবী বিসর্জন পর্যন্ত সার্বক্ষণিক প্রশাসনিক নজরদারিতে থাকবে, যাতে আইন শৃঙ্খলা অবনতি না হয়।