॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
“রাষ্ট্রের মূলধারার তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি খাতের অংশ গ্রহণ নিশ্চিত করণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার জুনাইদ জাহেদী, সহকারী কমিশনার আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. নবাব আলীসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, তথ্য প্রদানের মনমানসিকতা বিকাশের মাধ্যমে সরকারি সকল কর্মকান্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখা সকল কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। এসময় বক্তারা সঠিক তথ্য প্রচার এবং প্রতিটি সরকারী কার্যালয়ে তথ্য অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহবান জানান।