জেলা পরিষদ সম্পর্কিত যে সার্কুলার দেয়া হয়েছে তা তিন পার্বত্য জেলায় প্রয়োগ করা হোক

78

॥ একেএম মকছুদ আহমেদ ॥
জেলা পরিষদ সম্পর্কিত যে সার্কুলার দেয়া হয়েছে তা তিন পার্বত্য জেলায় প্রয়োগ করা দাবি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বহুল পরিচিত দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ এর। তিনি বলেন, সার্কুলারটি নিশ্চয় বাংলাদেশের ৬১ জেলার জন্য প্রযোজ্য। তিন পার্বত্য জেলার জন্য নই। কেননা তিন পার্বত্য জেলার জন্য তিনটি আলাদা পার্বত্য জেলা পরিষদ রয়েছে। যথাক্রমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান জেলা পরিষদ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এছাড়াও রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে আরো দুটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে।
এগুলোর আইনকানুন সম্পূর্ণ ভিন্ন। যেহেতু পার্বত্য চট্টগ্রাম দেশের একটি বিশেষ এলাকা হিসাবে অবহিত, সেই কারণে হয়তো সরকার পার্বত্য জেলা পরিষদগুলোতে প্রশাসকের নিয়োগের বিধান রাখেনি।
উল্লেখ্য যে, তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে চেয়ারম্যান ও সদস্য হওয়ার জন্য রীতিমতো যুদ্ধ লেগে গেছে। যেহেতু সারাদেশে অন্যান্যো প্রতিষ্ঠানে প্রশাসক এবং সদস্য নিয়োগ করা হলেও তিন পার্বত্য জেলাগুলোর এসব প্রতিষ্ঠানে কোনো কিছুই করা হয়নি। গত কিছুদিন যাবত যে হারে তদবির বাজিতে হুলুস্থুল লেগেছে এবং অনেক কথা শুনা যাচ্ছে। এসব প্রতিষ্ঠানে অমুক কে চেয়ারম্যান অমুককে সদস্য নিয়োগ দেয়া হচ্ছে, আবার অমুক কে বাদ দেয়া হচ্ছে, এছাড়াও অমুক দিলে আন্দোলন হবে অমুককে দিতে হবে এমন সব কথা বার্তা শুনা যাচ্ছে, যা সবই ভিত্তিহীন।
বর্তমানে সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের মাধ্যমে পার্বত্য জেলাকে এগিয়ে নেয়ার আহবান রাখছি। সময় নষ্ট না করে যা করার অতিদ্রুত করতে হবে।(একেএম মকছুদ আহমেদ, সম্পাদক, দৈনিক গিরিদর্পন)।