॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাইখালী ইউনিয়নের কালামাইশ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবে ইলাহী ও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাইখালী ইউনিয়নের পশ্চিম কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুন্না দে।
কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কমিটির সদস্য সচিব এর দায়িত্ব পালন করে থাকেন।
এদিকে কাপ্তাই উপজেলা পর্যায়ে মো: মাহবুবে ইলাহী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ এবং সাধারণ সম্পাদক মংসুইছাইন মারমাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত: তিনি ইতিপূর্বে ২০১৭ সালে উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ নিবেদিত শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।