রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দিলো জামায়াত

63

॥ মো. সোহরাওয়ার্দী সাব্বির ॥
রাঙ্গামাটি শহরে ছড়ানো, সাম্প্রদায়িক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনায় আহত ব্যাক্তিদের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামী’র আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি শহরের ইসলামিক সেন্টার হল রুমে এই আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান। এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাঙ্গামাটি জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল আলীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক মনছুরুল হক, প্রচার সম্পাদক এ্যাড. হারুনর রশিদ, পৌর জামাতের সহ-সম্পাদক ও শ্রমিক কল্যাণের জেলা সাধারণ সম্পাদক অ্যাড জিল্লুর রহমানসহ সংশ্লিষ্টরা।
এসময় গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সংঘাতে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনায় আহত পাহাড়ি-বাঙালি ১০ জনকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের মানুষের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে। বাংলাদেশ জামায়াত ইসলামী জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণসহ সকল সম্প্রদায়ের মানুষের যেকোনো বিপদের পাশে থাকে। তারা বলেন, পাহাড়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস। গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে যে সাম্প্রদায়িক সংঘাত হয়েছে তা পূর্ব পরিকল্পিত। যারা ২৪ এর স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা এসব ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাই। তাই এসব ষড়যন্ত্র মোকাবিলায় সকল সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।