রাঙ্গামাটিতে ধর্মঘট প্রত্যাহার, শহরে যান চলাচল স্বাভাবিক, চলছে অবরোধ

57

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৩৬ঘন্টা পর প্রত্যাহার করা হলেও পাহাড়ি ছাত্র জনতার ডাকা সড়ক ও নৌপথ অবরোধ চলমান রয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসনের সাথে বৈঠকে বসেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
প্রশাসনের আশ্বাসে ৩৬ঘন্টা পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। শহরের একমাত্র লোকাল বাহন সিএনজি অটোরিক্সা চলাচল করছে। এছাড়াও দুরপাল্লার বাস ছাড়তেও দেখা গেছে। জেলা শহরের জনজীবন স্বাভাবিক রয়েছে। খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান।
পাহাড়ি ছাত্র জনতার ডাকা অবরোধ প্রত্যাহার না হওয়ায় নৌপথে লঞ্চ বোট চলাচল করছে না। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সকল যানবাহন চলাচল চন্ধ রয়েছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।